Message From Head Master




শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বি ব্লকে ২০০০ ইং সনে প্রতিষ্ঠিত হয়েছে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের লক্ষ ও উদ্দেশ্য উপকূলীয় এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষাদান করে আলোকিত মানুষ গড়ে তোলা এবং শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অনলাইন ভার্সনে যাত্রা শুরু করেছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে। হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটাইলেজশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন - স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক গড়ার সাথে একাত্মতা প্রকাশ করছে। এছাড়া এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরাই শুধু নয়, সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহলকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। সবশেষে আমি আমাদের প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সেইসাথে স্কুলের ওয়েবসাইটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক - এই কামনা করছি।
শুকলা সাহা
প্রধান শিক্ষক
হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়